ইন্টার মিয়ামি কোন দেশের ক্লাব এবং ইন্টার মিয়ামি ক্লাব নিয়ে বিস্তারিত

Last Updated on 3 months by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট ইন্টার মিয়ামি কোন দেশের ক্লাব এবং ইন্টার মিয়ামি ক্লাব নিয়ে বিস্তারিত এ।

এই পোস্ট থেকে সদ্য যুক্ত মেসির ক্লাব ইন্টার মিয়ামি ফুটবল ক্লাব সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকা লিওনেল মেসি, সাম্প্রতি তিনি পিএসজি ফুটবল ক্লাবের সাথে করা চুক্তি শেষ করছেন।

এরপরেই বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবের হয়ে খেলবে মেসি এমন সংবাদে সারা বিশ্ব আলোচনায়।

আরও পড়ুনঃ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন লিস্ট

শেষ পর্যন্ত মেসি নিজেই বিদেশি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি নতুন মৌসুম থেকে খেলছেন অ্যামেরিকার  ক্লাব ইন্টারন্যাশনাল ডি ফুটবল মায়ামি (ইন্টার মায়ামি ফুটবল ক্লাব বা কেবল ইন্টার মায়ামি নামে পরিচিত) ফোর্ট লডারডেলে অবস্থিত একটি আমেরিকান পেশাদার ফুটবল ক্লাবে।

এদিকে বাংলাদেশ থেকে লিওনেল মেসির লাখ লাখ ভক্তরা লিওনেল মেসির নতুন ক্লাব ইন্টার মিয়ামি কোন দেশের ক্লাব এবং ইন্টার মিয়ামি ক্লাব বা ইন্টার মায়ামি ক্লাব সম্পর্কে বিস্তারিত জানবো।

ইন্টার মিয়ামি কোন দেশের ক্লাব, মালিকানা, প্রতিষ্ঠাকাল

ইন্টার মায়ামি বা ইন্টার মিয়ামি অ্যামেরিকার ফোর্ট লডারডেলে অবস্থিত একটি পেশাদার ফুটবল ক্লাব। ২০১৮ সালে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।

আর পড়ুনঃ কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে (চ্যাম্পিয়ন লিস্ট আপডেট সহ)

প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২০ মৌসুমে মেজর লিগ সকার (MLS) খেলার যাত্রা শুরু করে। ক্লাবটি বর্তমানে তার ঘরোয়া ম্যাচের সবগুলো ম্যাচ ড্রাইভ পিংক স্টেডিয়ামে খেলছে।

ড্রাইভ পিংক স্টেডিয়ামটি ফ্লোরিডার নিকটবর্তী ফোর্ট লডারডেলের প্রাক্তন লকহার্ট স্টেডিয়ামের জায়গা।

আরও পড়ুনঃ কে কতবার ফুটবল বিশ্বকাপ নিয়েছে

২০১২ সাল থেকে প্রতিষ্ঠার শুরুতে ইন্টার মিয়ামি ক্লাবের মালিকানা নিয়ে ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত একাধিক ব্যক্তি এবং কোম্পানি মালিকানা থাকলেও ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর সর্বশেষ ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর ঘোষণা করা হয় যে, বেকহ্যাম এবং মাস ভাইরা এর সাথে ক্লার এবং পুত্রের অংশীদারিত্ব ক্রয় করেন। এছাড়াও এরেস ম্যানেজমেন্টও মালিকানা এই ক্লাবের অংশ ছিলো।

আশা করছি ইন্টার মিয়ামি কোন লিগ, ইন্টার মিয়ামি বর্তমানে কোথায় খেলছে এবং ইন্টার মিয়ামি ক্লাবের মালিকানা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা ইন্টার মিয়ামি ফুটবল দলের মালিক কে এসকল বিষয়ে জেনেছেন।

Inter miami club related FAQS

ইন্টার মিয়ামি কোন লিগ হিসেবে খেলছে?

ইন্টার মিয়ামি ফোর্ট লডারডেলে অবস্থিত একটি আমেরিকান পেশাদার ফুটবল ক্লাব।

এই ক্লাবটি ২০২০ মৌসুমে মেজর লিগ সকার (MLS) খেলতে শুরু করে।

ইন্টার মিয়ামি কোন ক্লাবের?

ইন্টার মিয়ামি নিজস্ব ফুটবল ক্লাব Inter Miami CF এর।

Inter miami CF মানে কি বা অর্থ কি?

ন্টার মিয়ামি সিএফ দ্বারা বোঝানো হয় যে এটি একটি ফুটবল ক্লাব।

অর্থাৎ ইন্টার মিয়ামি ক্লাব ফুটবল বা Inter Miami CF.

ইন্টার মিয়ামি বর্তমানে কোথায় খেলছে?

ইন্টার মিয়ামি ক্লাবটি বর্তমানে ঘরোয়া MLS ম্যাচগুলো ড্রাইভ পিংক স্টেডিয়ামে খেলছে।

এফ এ এর মানে কি?

এফ এ এর মানে হচ্ছে ফুটবল এসোসিয়েশন।

ইন্টার মিয়ামি স্টেডিয়ামের সারি কয়টি? এবং এই ক্লাবের মালিকানাধীন কয়টি স্টেডিয়াম আছে?

ইন্টার মিয়ামির একটি স্টেডিয়ামে ২৫ হাজার অন্য একটিতে ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতার কথা জানা যায়।

এই ক্লাবের দুইটি স্টেডিয়াম আছে যার একটি এখনো নির্মাণাধীন।

ইন্টার মিয়ামি স্টেডিয়ামের সারি কয়টি?

বেকহ্যাম এবং মাস ভাইরা এর সাথে ক্লার এবং পুত্রের অংশীদারিত্ব রয়েছে ইন্টার মিয়ামি ক্লাবের।

ইন্টার মিয়ামি সিএফ এর সিএফ মানে কি?

Inter miami নামের শেষে সিএফ লেখা হয়। এই সিএফ এর অর্থ ফুটবল ক্লাব। অর্থাৎ ইন্টার মিয়ামি এর প্রোডাক্ট এই ফুটবল ক্লাবটি তাই বোঝানো হয়।

ইন্টার মায়ামি নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আশা করছি আজকের পোস্ট থেকে inter miami kon desher club এবং ইন্টার মিয়ামি সম্পর্কে সকল বিষয়ে জানতে পেরেছেন।

মুলত হঠৎ ইন্টার মিয়ামি ফুটবল ক্লাব নিয়ে এত আলোচনা হওয়ার অন্যতম কারণ ফুটবল বিশ্বের অন্যতম তারকা লিওনেল মেসি নতুন মৌসুমে ইন্টার মিয়ামি ক্লাবে চুক্তিবদ্ধ হচ্ছে।

আরও পড়ুনঃ ব্যালন ডি অর কে কতবার পেয়েছে (আপডেট সহ)

এই পোস্ট থেকে ইন্টার মিয়ামি ফুটবল ক্লাব সম্পর্কে আমরা সবটুকু জানানর চেষ্টা করেছি। এরপরে আরও কিছু জানার থাকলে কমেনট করে জানান।

ফুটবল এবং খেলাধুলা সম্পর্কিত আমাদের সকল পোস্ট পড়তে Football Category ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেটে নিয়মিত আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.